আশাশুনি উপজেলার খাজরার ৭ বছরের শিশু কন্যা ফারহান জাহান ঋতুকে (৭) ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর নিজ গ্রামে এনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় নামাজে জানাযা শেষে তাকে দাফন করা হয়।
ঋতু খাজরা ইউনিয়নের পিরোজপুর গ্রামের ফার্ণিচার ব্যবসায়ী জাহিদ সরদারের মেয়ে। সে পিতামাতর সাথে ভারতে নানা বাড়ি গিয়েছিল। ২৯ ফেব্রুয়ারী বিকাল ৩টার দিকে ভারতের ঘোজাডাঙ্গায় মেইন সড়কে ট্রাকের ধাক্কায় ঋতু আহত হয়। স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ২ মার্চ ভোর ৪টার দিকে মারা যায়। ২ মার্চ ঘোজাডাঙ্গার একটি হাসপাতালে নিহত শিশুটির ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হলে তাকে দেশে আনা হয়। মঙ্গলবার পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা নামাজ শেষে তাকে দাফন করা হয়। নামাজে ইমামতি করেন, মাওঃ নাইম বীন মুনির। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহনেওয়াজ ডালিম, ২নং ওয়ার্ডের মেম্বার জালাল মোড়ল প্রমুখ।