আশাশুনি উপজেলার বড়দলে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ইটভাটা মালিককে জরিমানা ও ভাটার চিমনী ভেঙ্গে দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা বড়দল ইউনিয়নে এএসএস ইটভাটায় মঙ্গলবার দুপুর ১২.৩০ টার দিকে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় ভাঁটা পারিচালনায় অনিয়ম প্রমানিত হওয়ায় ইট প্রস্তুত ও ভাঁটা স্থাপন ২০১৩ এর ৪ ধারায় ভাঁটা মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সাথে সাথে ভাটার চিমনি ভেঙ্গে দেওয়া হয়। এ সময় এএসআই জাহাঙ্গীর, ইউপি চেয়ারম্যান আঃ আলিম মোল্যা, পিআইও সোহাগ খান প্রমুখ উপস্থিত ছিলেন।