আশাশুনিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ১২০ কৃষককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর আওতায় ৩য় পর্যায়ে সক্ষমতা বৃদ্ধিমূলক (২য় ব্যাচ) প্রশিক্ষণ কার্যক্রম শুভ উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজিবুল হাসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সাতক্ষীরার বৈজ্ঞানিক কর্মকর্তা অলি আহমেদ ফকির ও জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা ইয়াছমিন সুলতানা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আলহাজ্ব মাওঃ আশেক বিল্লাহ ও গীতা থেকে পাঠ করেন মিনতি রায়।