কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ও দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় উপজেলা পর্যায়ে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০ টায় শুরু হওয়া এই বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার স্কুল ও মাদ্রাসাসহ ৬০টি প্রতিষ্ঠানের ৩ জন করে শিক্ষার্থী দলগত ভাবে অংশগ্রহণ করে। ‘দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মূখ্য’ বিষয়ের উপর অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওয়াজেদ আলী, সহকারী শিক্ষক মোশাররফ হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু, তারালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকুজ্জামান, মুড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থসারথী সেন, শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিশির কুমার দত্ত, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কনিকা সরকারসহ শিক্ষকমন্ডলী। প্রতিযোগিতায় নলতা মাধ্যমিক বিদ্যালয়, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ভদ্রখালী মাধ্যমিক বিদ্যালয় ও চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র বিদ্যাপীঠ সেমিফাইনালে উন্নীত হয়েছে। আগামী ৭ মার্চ (শনিবার) সেমিফাইনাল ও ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।