রাজশাহীর তানোরে মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহির উদ্যোগে দুইদিন ব্যাপী স্বাধীনতা ফুুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন করা হবে। আগামীকাল বুধবার ৪ মার্চ সকাল সাড়ে ৮টার দিকে খেলাটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) মো. হামিদুর হক। এতে বিশেষ অতিথি থাকবেন জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ। এছাড়াও আরো উপস্থিত থাকবেন, তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহতো ও তানোর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) রাকিবুর হাসান।
আয়োজকরা জানান, নায়িকা মাহির নানা-নানীর বাড়ি রাজশাহীর তানোর উপজেলায়। এসুবাদে মুজিববর্ষ উপলক্ষে মাহি তার নিজ উদ্দ্যোগে ‘স্বাধীনতা ফুুটবল টুর্নামেন্ট’ খেলার আয়োজন করেন। মুন্ডুমালা পৌর এলাকার ফজর আলী মোল্লা ডিগ্রি কলেজ মাঠে খেলাটি অনুষ্ঠিত হবে। এউপলক্ষ্যে ভিন্নরুপে সেজেছে খেলার মাঠ। ফলে ওই এলাকায় চলছে উৎসবের আমেজ। বিষয়টি নিশ্চিত করেছেন খেলা কমিটির আহ্বায়ক শাহাদাত হোসেন মিঠু শেখ।
দুইদিন ব্যাপী এ খেলাটিতে ১৬টিম অংশগ্রহণ করবেন। পরের দিন ৫ মার্চ বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দিবেন মাহি। পরে মঞ্চে নাজবেন ও গাইবেন তিনি নিজেই। খেলায় খেলোয়ার ও দর্শকদের সুবিধার কথা ভেবে মাঠের চার পাশে ও উপরে সামিয়ানা দেয়া হয়েছে। এছাড়াও মঞ্চটি নৌকার প্রতীকে সাজানো হয়। খেলার আয়োজন করেছেন ‘স্বপ্ন’ নামের একটি অরাজনৈতিক উন্নয়ন মুলক স্বেচ্ছাসেবক সংগঠন। দর্শক ও অতিথিদের নিরাপত্তার কথা ভেবে থানা ও ফাঁড়ি পুলিশের পাশিপাশি জেলা পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েন থাকবে।