কুমিল্লার হোমনায় “জেনে, বুঝে বিদেশ যাই অর্থ, সন্মান দুটোই পাই” শীর্ষক বৈদেশিক কমংসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্বাবধানে মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়। ইউএনও তাপ্তি চাকমার সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, ওসি আবুল কায়েস আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, জেলা পরিষদ সদস্য মহিউদ্দিন খন্দকার, কুমিল্লা টিচার ট্রেনিং সেন্টারের উপাধ্যক্ষ মো. মোবারক হোসেন, ইনস্ট্রাক্টর মো. মাসুদ পারভেজসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।