ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে হৃদয় হোসেন (১৫) নামের নবম শ্রেনীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পল্লী বিদ্যুতের দাযিত্ব অবহেলার কারণে পড়ে থাকা তারে স্পৃষ্ট হয়ে মঙ্গলবার বিকাল ৫টার দিকে সে মারা যায়। নিহত হৃদয় কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের সোনালীডাঙ্গা গ্রামের সোহরাব হোসেনের ছেলে। এ ছাড়া স্থানীয় আবদুল জব্বার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
খবর পেয়ে কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু ঘটনাস্থলে যান। সেখানে নিহত হৃদয়ের পরিবারের খোঁজ খবর নেন এবং শোকাহত পরিবারের শান্তনা দেন। গ্রামবাসির অভিযোগ তারা সকাল থেকে বিকাল পর্যন্ত ২২ জন ব্যাক্তি ফোন করেছে কালীগঞ্জ পল্লীবিদ্যুত অফিসে। কিন্তু তারা কেউ ফোন ধরেনি। যে কারণে কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার কারণে স্কুল ছাত্র হৃদয় মারা গেছে।
রমেশ কুমার নামের এক স্কুল শিক্ষক জানান, ঘটনার দিন সকালে গ্রামের পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তার ছিড়ে পড়ে। এরপর সকাল থেকে গ্রামের একাধিক মানুষ স্থানীয় বিদ্যুৎ অফিসে ফোন দিলেও কেউ রিসিভ করেনি এবং ব্যবস্থাও নেয়নি। বিকাল ৫টার দিকে মৃত ওই শিক্ষার্থী গরু নিয়ে বাড়ি ফেরার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় বলছিলেন ওই শিক্ষক।