গাজীপুরের কালীগঞ্জে নোয়াখালী ও খুলনায় ছাত্রলীগের দুই নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় ছাত্রলীগ। মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী ছাত্রলীগ নেতা রাকিব ও রাসেল হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে উপজেলা, পৌর ও শ্রমিক কলেজ শাখা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন।
ছাত্রলীগের ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলটি কালীগঞ্জ পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ শহীদ মিনারের সামনে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. তানভীর মোল্লা, সাধারণ সম্পাদক ওয়াহিদ হাসান, পৌর ছাত্রলীগ সভাপতি আলী আল রাফু অমিত, কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি এম. আই লিকন, সাধারণ সম্পাদক ওয়াসিম মোল্লা প্রমুখ। এ সময় অন্যান্যের মাঝে উপজেলা, পৌর, শ্রমিক কলেজসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১ মার্চ রোববার নোয়াখালী বেগমগঞ্জে স্বাধীনতাবিরোধী অপশক্তি জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা রাকিবসহ কয়েকজন ছাত্রলীগ নেতার ওপর হামলা চালায়। এতে রাকিব নিহত হন। আহত হন হাবিব, রনি ও মনু। এ ছাড়া খুলনার কয়রায় ছাত্রলীগ নেতা হাদী উজ্জামান রাসেলের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়। এতে ওই ছাত্রলীগ নেতা নিহত হন।