সাতক্ষীরার কলারোয়া উপজেলা কমপ্লেক্স ভবন নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩মার্চ) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের বর্তমান ভবনের উত্তর পাশে নির্মাণাধীন নতুন বহুতল বিশিষ্ট ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু এ নির্মাণকাজের উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজ উদ্বোধন কার্যক্রম পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা-প্রকৌশলী নাজিমুল হক, উপ-সহকারী প্রকৌশলী সাইদুল ইসলাম, ঠিকাদারী প্রতিনিধি জাকির হোসেন মিন্টু, আ.লীগ নেতা প্রভাষক আবদুর রহিম, উপজেলা পরিষদের সহকারি সুলতান মাহমুদ, অফিস সহায়ক গোলাম মোস্তফা প্রমুখ। উপ-সহকারী প্রকৌশলী সাইদুল ইসলাম বলেন, উপজেলা কমপ্লেক্স ভবন নির্মান সঠিক ও পরিচ্ছন্ন ভাবে করা হবে এবং যথা সময়ে নির্মান কাজ সম্পন্ন করা হবে। এ ভবন নির্মাণ হলে সরকারি সেবার মান বৃদ্ধি পাবে। সরকারি সকল দপ্তর গুলো একই স্থানে হওয়ায় জনসাধারণকে হয়রানির শিকার হতে হবে না।