তানোরে সরনজাই ইউপি’র চেয়ারম্যানসহ গ্রেপ্তারী পরোয়ানার পলাতক ৩জনকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। (আজ) মঙ্গলবার গ্রেপ্তারকৃতদের জেল হাজতে প্রেরন করা হয়েছে। গত সোমবার রাতে তানোর থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তারী পরোয়ানায় পলাতক আসামি সরনজাই ইউপি চেয়ারম্যান ও সরনজাই ইউনিয়ন আ.লীগ সভাপতি সিধাইড় গ্রামের মৃত আবদুল হাকিম মন্ডলের পুত্র আবদুল মালেক (৫২) কে নিজ বাড়ি থেকে এবং তানোর পৌর এলাকার মাসিন্দা গ্রামের আলতাব হোসেনের পুত্র আহসান হাবিব ওরফে রিপন (৩০) কে গ্রেপ্তার করেন। অপর দিকে মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে আইড়া গ্রামের মৃত গোলাম আলীর পুত্র মাইনুল ইসলাম (৪০) কে গ্রেপ্তার করেন।
এব্যাপারে তানোর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, গ্রেপ্তারী পরোয়ানার পলাতক আসামীদের গোপন সংবাদের ভিত্তিতে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের (আজ) মঙ্গলবার জেল হাজতে প্রেরন করা হয়েছে।