কালীগঞ্জে ”মুজিব জন্মশতবার্ষিকী ক্রীকেট টুনামেন্টে ৪ উইকেটের ব্যাবধানে মরহুম হুরমত আলী ক্রীকেট একাদশ জয়ী হয়েছে। সোমবার সরকারী নলডাঙ্গা ভ’ষনস্কুল মাঠে ২য় রাউন্ডের ৩য় খেলায় তারা কালীগঞ্জ আমবাগান ক্রীকেট একাদশকে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে।
কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে সোমবারের খেলাতে প্রথমে ব্যাট করতে নেমে আমবাগান ক্রীকেট একাদশ ১৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৬ রান করে। জবাবে ব্যাট করতে নেমে হুরমত আলী ক্রীকেট একাদশ ১৪ ওভার ২ বল খেলে ৫ উইকেট হারিয়ে ১০৭ রান করে জয়ী হয়। বিজয়ী হুরমত আলী ক্রীকেট একাদশের মারুফ ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়। এবং বিপক্ষ দলের জামাল সব্বোর্চ ৫৪ রান করেন।
খেলা শেষে হুরমত আলী ক্রীকেট দলের অধিনায়ক মুহিত মেম্বর ও ম্যান অব দি ম্যাচ মারুফের হাতে পূরস্কার তুলে দেন, কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সহ-সভাপতি অজিৎ ভট্টাচার্ষ্য, সাধারন সম্পাদক লুৎফর রহমান ও সহ-সম্পাদক সাংবাদিক জামির হোসেন। এ সময়ে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সদস্য সাখাওয়াৎ হোসেন, আয়ুব হোসেন, আনিচুর রহমান সহ সংগঠনের অন্নান্য কর্মকর্তাবৃন্দ। খেলাটিতে আম্পায়ারের দ্বায়িত্বে ছিলেন সাইদুর রহমান শাহিন ও ফরহাদ হোসেন। ধারাভাষ্য বর্ণনা করেন, খোরশেদ আলম ও কামাল হোসেন। স্কোরার ছিলেন শহিদুল ইসলাম।