ঝিনাইদহের কালীগঞ্জে স্বামী পরিত্যক্তা অসহায় বিধবা ও দু:স্থ মহিলাদের মাঝে ৪৫টি ব্লাক বেঙ্গল জাতের ছাগল বিতরন করেছে পল্লী উন্নয়ন সংস্থা(পউস) নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। মঙ্গলবার সকাল ১০টায় সংস্থার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ছাগল বিতরন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা রানী সাহা। পল্লী উন্নয়ন সংস্থার সভাপতি পংকজ কুমার সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এএসএম আতিকুজ্জামান। স্বামী পরিত্যক্তা অসহায় বিধাবা ও দু:স্থ মহিলাদের আর্থ সামজিক উন্নয়নে এ ছাগল বিতরন করা হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় নারীদের মাঝে ছাগল বিতরন অনুষ্ঠানটি পরিচালন করেন সংস্থার জিয়াউর রহমান জিয়া।