কুষ্টিয়ার দৌলতপুরের উপজেলা কনফারেন্স রুমে মঙ্গলবার সকাল ১০ টায় মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্দোগে “নারীর প্রতি সহিংসতা কমিয়ে এনে নারী অধিকার প্রতিষ্ঠা করা” প্রকল্পের উদ্যোগে উপজেলা প্রশাসনের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় দৌলতপুর উপজেলা পর্যায়ের সকল সরকারী কর্মকর্তাবৃন্দ এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রকল্প পরিচিতি উত্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী প্রকল্প সমন্ময়কারী উম্মে সালমা। আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সর্দার মোহাম্মদ আবু সালেক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মুনতাকিমুর রহমান, ০২ নং খাস মথুরাপুর ইউনিয়নের চেয়ারম্যান সর্দার হাসেমউদ্দিন হাঁসু, শিক্ষক ফোরমের সভাপতি মোঃ মজিবুর রহমান, লোক কমিটির সদস্য মোঃ সিরাজুল ইসলাম বাবু, এস আই তুসার রাইহান, বিশিষ্ট সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম শাহিন, কিশোরী দলের সভাপতি মোছাঃ সুমাইয়া, জয়িতা মরিয়ম খাতুন প্রমুখ। বক্তাবৃন্দ সমাজ থেকে বাল্য বিয়ে,যৌতুক প্রথা, নারীর প্রতি সহিংসতা কমাতে করণীয় বিষয়ের উপর আলোকপাত করেন। সকল বৈষম্য দূর করে সমাজ উন্নয়নে সম অংশগ্রহণ নিশ্চত করতে সকলে দৃঢ় অংশগ্রহণ প্রয়োজনীতার উপর গুরুত্ত আরোপ করেন। উন্নয়নের সকল ক্ষেত্রে সম অংশগ্রহণ নিশ্চত, নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা করতে সকলে দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেন। সভাটি সঞ্চালনা করেন সহঃ সমন্বয়কারী (অর্থ ও প্রশাসন) মোঃ ফরহাদ আলী খান।। সার্বিক সহযোগিতা করেন প্রকল্প কর্মকর্তা আঃ রাজ্জাক, প্রকল্প সহায়ক শবনম মোস্তারীও সহকারী হিসাব রক্ষক রোজী অরেফিন। আলোচনায় সমাজ থেকে বাল্য বিয়ে, যৌতুক প্রথা, নারীর প্রতি সহিংসতা কমাতে করণীয় বিষয় আলোচনা করেন।