গাজীপুরের কাপাসিয়ায় “দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভুমিকাই মূখ্য” বিষয় নিয়ে দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও কাপাসিয়া দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে হরিমঞ্জুরী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ইউনিয়ন ভিত্তিক আটটি বিদ্যালয়ের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা এস.এম ফাতেমা, কাপাসিয়া দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম শাহীন, প্রধান শিক্ষক এম এ মালেক, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মিজানুর রহমান সৈকত প্রমুখ।