আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া একাধিক কাউন্সিলর প্রার্থীকে নিয়ে নানা বিতর্ক চলছেই। প্রতিনিয়ত চুলচেরা বিশ্লেষণ চলছে দলের ভেতর। এরমধ্যে হালিশহর থানা এলাকার দলীয় এক কাউন্সিলর প্রার্থীকে নিয়ে তুমুল বিতর্ক দেখা দিয়েছে। এতে দল এবং দলের বাইরের ভোটাররা তাঁকে মনোনয়ন দেয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। মর্মাহত হয়েছেন। আবার দলের কেউ কেউ হতবাক হয়েছেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র আ জ ম নাছির উদ্দিন প্রকাশ্যে এসব বিষয়ে ক্ষোভও প্রকাশ করেছেন। আবার দলের সিনিয়র নেতাদের অনেকেই বলছেন-দলীয় প্রার্থী মনোনয়ন পরিবর্তন না হলে তাঁরা নির্বাচনী মাঠে থাকবেন না। ফলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মনে করছেন-দলকে সাংগঠনিকভাবে মজবুত করতে হলে অবশ্যই সময় থাকতে দলীয় প্রার্থী পরিবর্তন করতে হবে।
ইতিপূর্বে মহানগরীর অপর ওয়ার্ডে বিতর্ক ও বয়স কম হওয়ায় দলীয় কয়েকজন কাউন্সিলর প্রার্থী পরিবর্তনও করা হয়েছে। অন্যদিকে বিতর্কিত একাধিক কাউন্সিলর প্রার্থীর বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরজমিনে খোঁজ-খবর নিয়ে দলের হাইকমান্ডের কাছে শিগগিরই একটি প্রতিবেদন পেশ করবেন বলে বিভিন্ন সূত্রে জানাগেছে। এতে কারও কারও দলীয় মনোনয়ন পরিবর্তন হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে সবচেয়ে হালিশহরে দলীয় মনোনয়ন পাওয়া এক কাউন্সিলর প্রার্থীই নিয়েই বিতর্ক চলছে সবখানেই। বিশেষ করে ওই কাউন্সিলর প্রার্থী কিভাবে অল্প কয়েক বছরে কোটি কোটি টাকার মালিক হয়েছেন? এটি নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। মঙ্গলবার সকালে হালিশহরে সরজমিনে জানাগেছে এসব তথ্য। হালিশহরের নয়াবাজারের প্রবীণ ব্যবসায়ী জামাল উদ্দিন। তিনি বহুদিন ব্যবসা করছেন এখানে। আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত তিনি। এই ব্যবসায়ী সাংবাদিক পরিচয় দেয়ার পর ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা রাজনীতি করি মানুষের সেবা করার জন্য। কিন্তু কিছু ব্যক্তি দলকে বিতর্কিত করতে নানা অনৈতিক কাজে লিপ্ত রয়েছেন। এখানে যিনি দলীয় মনোনয়ন পেয়েছেন তাঁর প্রতি মানুষের কোনো ভরসা নেই। এলাকায় গুঞ্জন ছড়িয়েছে যে, এই কাউন্সিলর প্রার্থী মোটা অংকের টাকার বিনিময়ে দলীয় মনোনয়ন ভাগিয়ে নিয়েছেন। বাবা ব্যবসায়ী কিভাবে কাউন্সিলর প্রার্থী হয়; এমন প্রশ্ন ঘুরে ফিরে দেখা দিয়েছে নানা পেশার মানুষের জন্য মধ্যে।
অথচ এখানকার ভোটারদের প্রশ্ন এই কাউন্সিলর প্রার্থীর আয়ের উৎস কি? তিনি এলাকায় মাদকমুক্ত করতে পারবেন? তাঁর দলের মধ্যে উল্লেখ্যযোগ্য কি অবদান রয়েছে? বাস্তবে তাঁর সম্পর্কে মানুষজন ইতিবাচক ধারণা পোষণ করছেন। তাঁর কারণে দলের মধ্যে বিভাজন তৈরী হয়েছে। সুতরাং সময় থাকতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে। সবুজবাগের গৃহিনী তাছলিমা আক্তার বলেন, আমরা আওয়ামী লীগের রাজনীতি করি। অতএব দলের ভাবমূর্তি ক্ষুণœ হয়; এমন ব্যক্তিকে আমরা ভোট দিবনা। সবাই চায় ক্লিন ইমেজের শিক্ষিত ব্যক্তিকে। সেক্ষেত্রে দলের ক্ষতি করার জন্য কারা মাদক ব্যবসার সাথে জড়িত ব্যক্তিকে দলীয় মনোনয়ন দিয়েছেন তাও খতিয়ে দেখতে হবে। ওয়াপদা মোড়ের প্রাইভেটকার চালক ইসমাইল। তিনি চা পান করার সময় ক্ষোভ করে বলেন, এখন ত্যাগী নেতাদের মূল্যায়ন নেই। আমরা সরকার দল সমর্থন করি। তবে দলীয় কাউন্সিলর প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে নেতৃবৃন্দ ভুল করেছেন। হালিশহর বড়পোল এলাকার রড-সিমেন্টের ব্যবসায়ী আলতাফ হোসাইন বলেন, যে এলাকায় মাদকের সাথে যুক্ত ব্যক্তিকে আওয়ামী লীগের দলীয় সমর্থন দেওয়া হয়; সেই এলাকায় মাদকের ব্যাপক বিস্তার ঘটবে। মন্দ লোক দিয়ে কখনো মানুষের সেবা করা যায়না।
কে-ব্লকের একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা মমতাজ বেগম বলেন, আগে দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা এবং অভিজ্ঞতার বিষয়টি গুরুত্ব পেত। এখন টাকার পরিমাণ দেখা হচ্ছে। প্রার্থী কি ব্যবসা করেন; কি করে কোন যাদুর বদৌলতে কোটি কোটি টাকার মালিক হচ্ছেন এসব প্রশ্ন মনোনয়ন বোর্ডের নেতাদের মনে জাগেনি কেন? কিন্তু ভোটাররা কাকে এবং কেন ভোট দিবেন সেই বিষয়টা বার বার বিচার বিশ্লেষণ করছেন। ফইল্ল্যাতলী বাজারের চা দোকানী আলাউদ্দিন বলেন, হালিশহর এলাকায় এবার দলীয় মনোনয়ন পাওয়া এক কাউন্সিলর প্রার্থীকে নিয়ে মানুষের মধ্যে চরম অসন্তোষ তৈরী হয়েছে। এখানকার এমপিও ওই কাউন্সিলর প্রার্থীকে নিয়ে বেকায়দায় পড়েছেন। সমালোচনার ঝড় উঠেছে। ভোটাররা প্রতিনিয়ত বিতর্কে জড়াচ্ছেন এই কাউন্সিলর প্রার্থীকে নিয়ে। বিশেষ করে যারা খেটে খাওয়া শান্তপ্রিয় মানুষ তাদের মনে একটি প্রশ্ন বার বার উঁকি মারছে যে, কিভাবে এই কাউন্সিলর প্রার্থী মনোনয়ন বাগিয়ে নিলেন? এখানে তাঁর চেয়ে ভাল দলের কাউকে কি খুঁজে পাওয়া যায়নি?
ওদিকে হালিশহরের মতো সিটিকর্পোরেশনের অন্য এলাকায় বিতর্কিত কাউন্সিলর প্রার্থীদের নিয়ে স্বয়ং দলের মহানগর নেতৃবৃন্দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সোমবার দুপুরে যুবলীগ চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, এবারে সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের যেভাবে মনোনয়ন দেওয়া হয়েছে, সেই প্রক্রিয়ার সঙ্গে আমরা জড়িত নই। এই বিষয়ে আমরা কিছুই জানি না। বহু অনৈতিক অভিযোগ থাকার পরেও কাউন্সিলর প্রার্থীদের কারা মনোনয়ন দিয়েছেন? কারা নেত্রীকে কোণঠাসা করেছেন? নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য কারা এসব করেছেন? যারা করেছেন তারা একবারও কি সংগঠনের কথা ভেবেছেন? নগরীর একটি কমিউনিটি সেন্টারে যুবলীগের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভায় তিনি দলীয় কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নের বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
এ সময় মেয়র নাছির আরো বলেন, আমার কাছে দলের বহু নেতৃবৃন্দ প্রশ্ন করেছেন। আমাদের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর কাছেও প্রশ্ন করেছেন- এই প্রার্থীগুলো কিসের জোরে মনোনয়ন পেলেন? তারা এলাকায় কি করেন তা কি ভেবে দেখা হয়েছে? মেয়র নাছির বলেন, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য কাজ করি। জাতির জনকের আদর্শ ধারণ করি। আমি হঠাৎ করে আওয়ামী লীগের রাজনীতিতে আসিনি। আমার অনেক ত্যাগ রয়েছে। ১৯৭৫ সালে জাতির জনককে নির্মমভাবে যখন হত্যা করা হয়েছিল তখন আমি চট্টগ্রাম সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র। ওই কলেজে পাঁচজন বন্ধুকে নিয়ে প্রথম জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শ্লোগান দিয়েছি। এরপর আমাকে একাধিকবার হত্যার চেষ্টা করা হয়েছে। আমার তো বেঁচে থাকার কথা নয়। আমি যে বেঁচে আছি তা শুধু জননেত্রী শেখ হাসিনারই অবদান।