জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ছাত্রলীগের নতুন কমিটির কার্যক্রম শুরু করা হয়েছে। সোমবার শেষ বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ফুল দেওয়া হয়।
উৎসবমুখর পরিবেশে সোমবার বিকেল সাড়ে ৩ টায় উপজেলা ছাত্রলীগের সদ্য অনুমোদিত কমিটির সভাপতি কামরুজ্জমান শিবলী ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান উজ্জ্বলের আগমন উপলক্ষে উপজেলা কোড়ালিয়া লঞ্চঘাট থেকে একটি মটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরে এসে শেষ হয়। পরে সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানিয়ে উপজেলা সদরে আনন্দ মিছিল বের করে হাজারও ছাত্রলীগ নেতাকর্মী। বিকেল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্যে নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক নতুন কমিটির কার্যক্রম শুরু করেন।
এরআগে উপজেলা সদরের চৌরাস্তায় আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ও রাঙ্গাবালী ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শিবলী ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান উজ্জ্বল প্রমুখ।