নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমান উল্যাহপুর বাজারে ছাত্র শিবিরের হামলায় আহত ছাত্রলীগ কর্মী রাকিব হোসেনের (২৫) মৃত্যু’র প্রতিবাদ জানিয়ে রাজশাহীর মোহনপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মিছিল শেষে কেশরহাট বাজারে প্রতিবাদ সভা করেছেন।
সোমবার সন্ধার পর মোহনপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন মোহনপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ময়-সাধারণ সম্পাদক ও কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহীদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশরহাট পৌর যুবলীগের সভাপতি রোকমতজ্জামান টিটু, পৌর সেচ্চাসেবকলীগ নেতা বুলবুল আহম্মেদ। এ ছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রলীগের সদস্য আকতারুল ইসলাম, আজগর আলী, যুবলীগ নেতা রুবেল হোসেন, রায়ঘাটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিঠু হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক নাহিদ, ঘাসিগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মাহাফুজ ইসলাম রকি, সহ-সভাপতি রায়হান আলী, ছাত্রলীগ নেতা জীবন ইসলাম মমিন, শাহিন আক্তার ,শাহরিয়াজ্জামান সাদ, মোস্তাকিম বিল্লাহ প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তরা ঘটনার সাথে জড়িতদের আইনের মাধ্যমে শাস্তির দাবি করেছেন।