কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ব্যানার সহ বর্ণাঢ্য র্যালি উপজেলা বাজার প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন, বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন এ্যাসিল্যান্ড মোঃ আজগর আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাক্কির আহমেদ। সোনালী খাতুন আলেয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম আজম, শিক্ষক মজিবর রহমান, অনুষ্ঠানে শিক্ষক, সংবাদিক গন্যমান্য ব্যাক্তি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ নেয়।