জাতীয় ভোটার দিবস উপলক্ষে সোনারগাঁয়ে সোমবার দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়। সোনারগাঁ উপজেলা নির্বাচন অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলামের সভাপতিত্বে ও ভট্রপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বি, আর, বিলকিসের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ (নারায়ণগঞ্জ-৩) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন। এ সময় সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ নেতা সুলতান আহমেদ মোল্লা বাদশা, সোনারগাঁ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ইউসুফ উর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসিনুল হক হাবিব, সমাজ সেবা কর্মকর্তা সাকিবা সুলতানা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।
পরে একটি র্যালী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।