দেবহাটা উপজেলার সুশীলগাতী গ্রামের খোদা বক্স মিস্ত্রির ছেলে বীর মুক্তিযোদ্ধা আনারুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না....রাজিউন)। ররিবার দুপুরে তিনি তার সাতক্ষীরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি হার্ড স্ট্রোকজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তিনি চিকিৎসাধীন থাকা অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্রসহ আত্মীয়স্বজন ও অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার সকাল ১০ টায় মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এ সময় দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবদুল গনি, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, বীর মুক্তিযোদ্ধা কাজী ইদ্রিস, বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা নিয়ামত আলীসহ মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা আনারুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন এসআই আসাদুজ্জামান ও এএসআই জাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল। পরে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।