কলারোয়ায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার ও ক্ষমতায়ন প্রকল্পের উদ্যোগে উপজেলা পর্যায়ে স্বাস্থ্য বিষয়ক মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে, মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ও সহযোগী সংস্থা অগ্রগতি সংস্থার উদ্যোগে মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত হয়। সোমবার (২মার্চ) সকালে অগ্রগতি সংস্থার উপজেলা অফিসে ওই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা সামাজিক উদ্যোগ ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কলারোয়া হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডা: হুমায়ন কবীর। এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-ফোরামের সহ-সভাপতি শেখ শহিদুল ইসলাম, সেক্রেটারী শিলা রাণী হালদার, সামাজিক সম্পাদক বিল্লাল হোসেন আবির, সদস্য শেখ জাহিদুল হক, নজরুল ইসলাম, নয়নরঞ্জন মজুমদার, রেহেনা খাতুন, রেজওয়ানা লিলি, পারুল, হাফিজা খাতুন, আবদুল কাদের, জুলফিকার আলী, আনিছুর রহমান, কৃষ্ণ চন্দ্রপাল, শিউলি রানী, নজরুল ইসলাম প্রমুখ।