সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন কালিগঞ্জ সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক, ভাড়াশিমলা ইউপি’র একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা ভূমি কমিটির সভাপতি আবদুল খালেক (৬৬)। রোববার (১ মার্চ) বেলা সাড়ে ৪ টার দিকে কালিগঞ্জ-সাতক্ষীরা সড়কের কুকোডাঙ্গা মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। খুলনা সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেল পৌনে ৬ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আব্দুল খালেকের ছোট ভাই আবদুল মালেক জানান, তার ভাই ও পশ্চিম নারয়ণপুর গ্রামের কেনা গাজীর ছেলে আবদুল বারেক (৪০) রোববার বেলা সাড়ে ৪ টার দিকে চৌবাড়িয়া কমিউনিটির ক্লিনিকের বিরোধপূর্ণ জমি মাপজরিপ শেষ করে জনৈক শাহিন এর ভাড়ায়চালিত মোটরসাইকেলে পশ্চিম নারায়নপুরে বাড়িতে আসছিলেন। তাকে বহনকৃত মোটরসাইকেলটি কুকোডাঙ্গা নামক স্থানে পৌছলে অপর একটি মোটর সাইকেল পিছন দিক থেকে ধাক্কা দেয়। এ সময় ওই মোটরসাইকেলে থাকা তিনজনই রাস্তায় পড়ে আহত হন। আবদুল খালেকসহ তিনজনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আবদুল খালেকের অবস্থা আশংকাজনক হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে সন্ধ্যার পর তাকে খুলনায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সোমবার বিকেল পৌনে ৬ টার দিকে চিকিৎসক আবদুল খালেকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। আবদুল খালেক উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের পশ্চিম নারায়ণপুর গ্রামের মৃত কাশেম আলীর ছেলে।
এদিকে কালিগঞ্জ সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবদুল খালেকের মৃত্যুতে কলেজে শিক্ষক, কর্মচারি, প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মী, উপজেলা ভূমি কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন এবং মরহুমের রূহের মাগফিরাত কামনা করা হয়েছে।