ডুমুরিয়ায় ভোটার হয়ে ভোট দেব,দেশ গড়ায় অংশ নেব। এই শ্লোগান নিয়ে পালিত হলো জাতীয় ভোটার দিবস-২০২০। উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সোমবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর হতে বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ বেগম'র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ। বিশেষ অতিথির বক্তব্যদেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক। আরো বক্তব্যদেন উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ জাহিদুর রহমান। অন্যানের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহম্মেদ,যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম কামরুজ্জামান,উপজেলা সমবায় কর্মকর্তা এফ,এম সেলিম আখতার,ডুমুরিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল লতিফ মোড়ল,আ'লীগ নেতা খান আবু বক্কার ও আছফর হোসেন জোয়ারদার প্রমুখ।