দেবহাটা উপজেলা নির্বাচন অফিস ও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে একটি র্যালী ও আলোচনা সভা সোমবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের নেতৃত্বে উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা হাসান শাহরিয়ারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রনজিৎ কুমার রায়, দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আর.কে.বাপ্পা, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা আবদুস সাত্তার, প্রধান শিক্ষক অনুপ কুমার দাশ প্রমুখ। এ সময় উপজেলা জামে মসজিদের ইমাম মুফতি আবদুর রহমান, আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মুক্তা মন্ডল, উপজেলা তথ্য কর্মকর্তা মোছাঃ শামছুন্নাহার, দেবহাটা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কে.এম রেজাউল করিম সাংবাদিক নাসিরউদ্দীনসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।