স্বপ্ন দেখে মইজদীপুর আাহম্মদপুর ফোরামের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা, সমাজের বিশিষ্ঠ্য ব্যাক্তি, গুনিজনদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। এউপলক্ষে শনিবার সকালে ঢাকার পূর্বাচল জিন্দা পার্কে ওই সংবর্ধনা ও সম্মাননা প্রদান শেষে জোলাপাতি অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রানালয়ের ্্্্্্উপ তথ্য কর্মকর্তা মোঃ আবু নাছের টিপুর সভাপতিত্বে ও সেক্রেটারী আজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব বেলায়েত হোসেন, বিশেষ অতিথি মেঘনা ব্যাংক লি: এর ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান লায়ন জাহাঙ্গীর আলম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন জাহাঙ্গীর আলম মানিক এবং কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকাস্থ নোয়াখালী সমিতির সভাপতি সাহাব উদ্দীন আহম্মেদ, জেলা জজ মোহাম্মদ ইয়াছিন, মুক্তিযোদ্ধা আবদুল হক,মোশারফ হোসেন,প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে নারী শিক্ষায় বিশেষ অবদান রাখায় লায়ন জাহাঙ্গীর আলম মানিককে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।