নোয়াখালীর বেগমগঞ্জে ছাএ শিবিরের হামলায় ১ ছাত্রলীগ কর্মী নিহত ও ২ জন গুলিবিদ্ধ হয়েছে। এই সময় আঃলীগ,যুবলীগ সহ আহত হয়েছে আরো ৪ জন। ঘটনাটি ঘটেছে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের ফলোয়ান বাজারে। স্হানীয়রা জানান, রোববার রাত ৮ টার সময় ছাত্রলীগ নেতা কর্মীরা বাজারে চা খাওয়া অবস্থায় হটাৎ ছাত্র শিবিরের পিয়াস, বাবু সহ মুখোশ পরিহিত বন্দুক হাতে একদল সন্ত্রাসী এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে এই সময় ইউনিয়ন ছাএলীগের সদস্য রাকিব (২৩) ও হাবিব (২০)কে কোপানোর পরে তলপেটে গুলি করে। গুরুতর আহত অবস্হায় তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হলে চিকিৎসাধিন অবস্থায় রাকিবের মৃত্যু হয়। এ ছাড়া ও ইউনিয়ন আঃলীগের সাবেক সাঃসম্পাদক ও বর্তমান সিনিয়র সহ-সভাপতি মোঃআবুল খায়ের(৫৫)কে হক স্টিক দিয়ে এলোপাতাড়ি মারধর করে। ছাএলীগ সদস্য রায়হান (২৪),মোঃ রনি(১৯),যুবলীগ নেতা মনু(৩০),কে কুপিয়ে গুরুতর যখম করে যায়।এই বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী জানান মামলা হয়েছে অবশ্যই ব্যবস্হা নেওয়া হবে।