“ভোটার হয়ে ভোট দিব, দেশ গড়ায় অংশ নিব” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জাতীয় ভোটার দিবসপালিত হয়েছে। গতকাল২মার্চ সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ছানাউল ইসলামের নেতৃত্বে বের
হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ছানাউল উসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তৌফিকুর রহমান। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আত্রাই থানা কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোঃ মোসলেম উদ্দিন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন প্রমূখ।