চট্টগ্রাম প্রেস ক্লাবে টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (টিসিজেএ) নির্বাচন সম্পন্ন হয়েছে। রোববার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত উৎসব মূখর পরিবেশে ওই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ৯টি পদে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে সভাপতি পদে এনামুল হক, সহ সভাপতি মো. আলী আকবর, সাধারণ সম্পাদক দীপঙ্কর দাশ বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরুল কায়েছ মিঠু,
সাংগঠনিক সম্পাদক সঞ্জয় মল্লিক, অর্থ সম্পাদক মো. আলমগীর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আশরাফুল আলম চৌধুরী মামুন, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য অমিত দাশ, সাইমুন আল মুরাদ এবং নুর হাসিব ইফরাজ নির্বাচিত হয়েছেন। এতে টিসিজেএ দ্বিবার্ষিক নির্বাচন পরিদর্শন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. রমিজ উদ্দিন ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ প্রমুখ।