রাণীশংকৈল উপজেলায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজনে জাতীয় ভোটার দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী। র্যালীটি উপজেলা চত্বর থেকে বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদর্শনকরে একই স্থানে শেষ হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আফরিদা’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে স্বাগত বক্তৃতা রাখেন নির্বাচন কর্মকর্তা আখি সরকার। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আযম মুন্না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী,উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা,মহিলা ভাইস শেফালী বেগম প্রেস ক্লাব সভাপতি ফারুক আহাম্মদ সরকার প্রমুখ।