আসন্ন চট্টগ্রাম সিটি নির্বাচনে হালিশহরে আবারো চমক দেখাবেন কাউন্সিলর জেসমিনা খানম। তিনি বিএনপির মনোনীত দলীয় কাউন্সিলর প্রার্থী। এই নির্বাচনে তিনি নগরীর ১১, ২৫ ও ২৬নং ওয়ার্ড থেকে সংরক্ষিত নারী আসনে কাউন্সিলর প্রার্থী হয়েছেন। বিগত সিটি নির্বাচনে দলের একাধিক প্রার্থী থাকার পরেও ভোটারদের মন জয় করেছেন। বিজয়ীও হয়েছেন। এবার তাঁর অভিজ্ঞতা এবং দলীয় পুর্ণ সমর্থন রয়েছে। তাছাড়া এলাকার বিপুল সংখ্যক মানুষের আন্তরিক ভালবাসাও রয়েছে তাঁর প্রতি। এসব সঠিকভাবে এবার কাজে লাগাবেন তিনি। আবার দল এবং দলের বাইরেও তাঁর বিশাল জন সমর্থন তৈরী হয়েছে। বলা যায় তাঁর ভোট ব্যাংক রয়েছে কয়েকটি কেন্দ্রে। সবার ভালবাসাকে পুঁজি করে তিনি এবারো নির্বাচনী বৈতরণী পার হয়ে যাবেন বলে ভোটারদের অনেকেই মনে করছেন। জেসমিনা খানম চট্টগ্রাম মহানগর মহিলা দলের সিনিয়র সহ সভাপতি এবং নারী ঐক্য বাংলাদেশের সভাপতির দায়িত্বে আছেন।
নির্বাচনী এলাকার ভোটাররা জানান, জেসমিনা খানম বিগত সময়ে কাউন্সিলর হয়ে কোনো প্রকার দুর্নীতি এবং অনিময় করেননি। বরং নাগরিকদের সেবায় ব্যস্ত সময় পার করেছেন। লোভ-লালসা ত্যাগ করে তিনি মানুষের যে কোনো সমস্যা সমাধানে যথেষ্ট আন্তরিক ছিলেন। কিংবা বিপদের সময়ও এগিয়ে গেছেন; সমবেদনা জানিয়েছেন। একজন নারী কাউন্সিলর হয়ে কিভাবে সফল হওয়া যায়, কিংবা নিজের জনপ্রিয়তা বাড়ানো যায়? তাঁর বাস্তব উদাহরণ হচ্ছেন জেসমিনা খানম নিজেই। ন্যায় বিচার বঞ্চিত নারীদের আপন জন জেসমিনা খানম গরীব মেয়ের বিয়ে, চিকিৎসা, লেখাপড়ায়, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা এবং সামাজিক সংগঠনে সাধ্যমত আর্থিক সহযোগিতা করেছেন। যে কোনো শ্রেণির মানুষের সাথে ব্যবহারে তাঁর অহংকারও নেই। মানুষের কল্যাণে বেশকিছু ভাল কাজ করছেন তিনি। সময়ও দিচ্ছেন।
সাধারণ মানুষের বিশ্বস্ত এই জেসমিনা খানম গত দুই যুগ ধরে সামাজিক বিভিন্ন কর্মকা- চালিয়ে যাচ্ছেন। ফলে তিনি স্বীকৃতি স্বরূপ বেশকিছু সম্মাননা পদকও পেয়েছেন। মাদক, যৌতুক ও বাল্য বিয়ে প্রতিরোধে তিনি বরাবরেই কাজ করছেন। ফলে তাঁর গ্রহণযোগ্যতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে বলে নির্বাচনী এলাকার বাসিন্দারা জানিয়েছেন। ওদিকে চট্টগ্রাম মহানগর বিএনপি ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে জেসমিনার সু-সম্পর্ক রয়েছে। নিজের সততা, কঠোর পরিশ্রম এবং মনোবল থাকায় অনেক বাধাকে তিনি অতিক্রম করেছেন। সম্মানও পাচ্ছেন। শুধুমাত্র মানুষকে ভালবেসে আরো এগিয়ে যেতে চান তিনি। ভোটারদের মতে, জেসমিনা খানমের অবস্থা অনেক ভাল। তিনি এবারো সবার দোয়া নিয়ে বিজয়ের শেষ হাসি হাসবেন। এজন্য সবাইকে আগামী ২৯মার্চ ভোট গ্রহণের পর রাতে ভোট গণনা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
সোমবার দুপুরে শীর্ষ অনলাইন নিউজ এজেন্সি এফএনএস টুয়েন্টিফোর ডটকমকে দেয়া এক প্রতিক্রিয়ায় সফল কাউন্সিলর জেসমিনা খানম বলেন, আমার নির্বাচনী এলাকায় মেয়র মহোদয় ও সম্মানিত কাউন্সিলরদের আন্তরিক সহযোগিতায় ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে। ইনশাআল্লাহ যে কোনো পরিস্থিতিতে জনগণের পাশে থাকবো। ভোটের মাঠে আছি। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রাণপ্রিয় ভোটাররা সাহস নিয়ে ভোট কেন্দ্রে যাবেন। আমাকে ভোট দিবেন। তাহলে আমরা উন্নয়নের অসমাপ্ত কাজগুলো করতে পারবো। আমার নির্বাচনী এলাকার মানুষের নাগরিক সুবিধা আরো উন্নত করবো। আমি সন্ত্রাস ও দুর্নীতিকে ঘৃণা করি। এজন্য মানুষও আমাকে খুব ভালবাসেন। ওই মিডিয়ার মাধ্যমে আমি সবার কাছে দোয়া এবং আন্তরিক সমর্থন চাই।