নওগাঁর ধামইরহাটে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। ০২ মার্চ বেলা ১১ টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে দিবসটি উপলক্ষে ১টি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা গনপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সাজ্জাদ হোসেন। ‘ভোটার হয়ে ভোট দেব-দেশ গড়ায় অংশ নেব’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, বিশেষ অতিথি হিসেবে সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা আবু ইসা মো. আরাফাত ইমাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজুর রহমান, প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী প্রমুখ।