‘ভোটার হয়ে ভোট দেব-দেশ গড়ায় অংশ নেব’ এ প্রতিপদ্যের আলোকে বিভিন্ন কর্মসূচিতে মোল্লাহাটে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ২মার্চ জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপনে সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য এক র্যালি গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে শুরুর স্থল উপজেলা পরিষদ চত্বরে ফিরে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডলের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবঃ অধ্যক্ষ মোঃ আসগর আলী। এ ছাড়া বক্তব্যদেন ও উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, কৃষি কর্মকর্তা আবুল হাসান, সমাজসেবা কর্মকর্তা ওসমান হামিদ, সমবায় কর্মকর্তা আশুতোষ কুমার মল্লিক, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক/শিক্ষার্থী প্রমূখ।
অনুষ্ঠানে স্ব^াগত বক্তব্যদেন উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রবীর কুমার মল্লিক ও সঞ্চালনা করেন উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা এস,এম, মিজানুর রহমান।