বাগেরহাটে গ্রাহকদের সমস্যা সমাধান ও সেবা সহজিকরণের লক্ষে পল্লী বিদুতের গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ মার্চ) দুপুরে বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে বাগেরহাট সদর উপজেলা পরিষদ চত্বরে এ গণশুনানী অনুষ্ঠিত হয়। বাগেরেহাট পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি মোঃ জামিল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন। এ সময় বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানজিল্লুর রহমান, বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ ইমদাদুল ইসলাম, সহকারি জেনারেল ম্যানেজার ব্রজ গোপাল দেবনাথ, সদর থানার ওসি (তদন্ত) ফকির পান্নু মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, মেডিকেল কর্মকর্তা ডা. আদনান হোসেন, ইউপি চেয়ারম্যান শেখ সমসের আলী প্রমুখ।
বক্তারা বলেন, মুজিবর্ষকে আমরা পল্লী বিদ্যুতের সেবা বর্ষ হিসেবে ঘোষনা করেছি। পল্লী বিদ্যুতের যেকোন সমস্যা আমরা যত দ্রুত সম্ভব সমাধান করব। পল্লী বিদ্যুতের সেবা পেতে আপনারা কোন দালালের দারস্থ হবেন না। সরাসরি পল্লী বিদ্যুতের অফিস অথবা কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার আহবান জানান কর্মকর্তারা।
গণশুনানীতে বাগেরহাট সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্যসহ পল্লী বিদ্যুতের গ্রাহকরা অংশগ্রহণ করেন।