জামালপুরে বিদুৎ ও পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা বিএনপি। শহরের ষ্টেশন শফি মিয়ার বাজার রোডে দলীয় কার্যালয়ের সামনে গত ২ ফেব্রুয়ারী সোমবার দুপুরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনে জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাডভোকেট শাহ মো.ওয়ারেছ আলী মামুন। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আমজাদ হোসেন, আনিছুর রহমান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, সজিব খান প্রমুখ।
বক্তরা বিদুৎ, পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যের উর্দ্ধগতিতে নাভিশ্বাস পরিস্থিতি থেকে জনগনকে উদ্ধার ও টালবাহানার পথ পরিহার করে কারাবন্দি খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি দেয়ার আহবান জানান সরকারের প্রতি।