খুলনার কয়রার বাগালী ইউনিয়ের বায়লা হারানিয়া গ্রামের বে,সীন, মীম আলিম মাদ্রাসার পাশে বাতিকাটা খালের উপর নির্মাধীন একটি ব্রিজের কাজকে কেন্দ্র করে রোববার বিকাল ৪ টায় ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ হাদিউজ্জামান রাসেলের উপর সুপরিকল্পিত হামলা চালিয়েছে প্রতিপক্ষরা। এ ঘটনায় গুরুত্বর আহত অবস্থায় ঢাকা নেওয়ার পথে সোমবার ভোর রাতে ছাত্রলীগ সাধারন সম্পাদক রাসেল মারা যান।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বায়লাহারানিয়া গ্রামের আলিম মাদ্রাসার পাশে বাতিকাটা খালের উপর নির্মাধীন ব্রিজের ঢালাই কাজ চলাকালে রোববার বেলা ১১ টায় বাগালী ইউনয়নের হাফিজুর রহমানের তিন পুত্র তুহিন হোসেন (৪০) বাবু (৩৭) ও মিলন (৩০) ব্রিজের সাইডের কাজের স্থান ঠিক করা নিয়ে বাধা সৃষ্টি করলে শ্রমীকদের সাথে কথা কাটাকাটির সৃষ্টি হয়। সেটি একপর্যায়ে মীমাংসা হয়। এ ঘটনা পুনরাবৃত্তি হলে একই দিন বিকাল ৪ টায় ঘটনা স্থানে ছাত্রলীগ সম্পাদক উভয় পক্ষকে মীমাংসা ও বুঝাতে চেষ্টা করলে একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তুহিন ও তার ভাই সহ আরও কয়েকজন মিলে ছাত্রলীগ সম্পাদক রাসেলের ওপর এলোপাতাড়ী সন্ত্রাসী হামলা চালায়। এতে ছাত্রলীগ সাধারণ সম্পাদক হাদিউজ্জামান রাসেল(২৮) সহ তার সাথে থাকা ছাত্রলীগ ৬ জন নেতা কর্মী গুরুত্বর আহত হয়। তাৎক্ষনিক স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুরুতর আহত অবস্থার ছাত্রলীগের সাধারন সম্পাদক হাদিউজ্জামান রাসেল সহ ইয়াছিন আরাফাত (১৯) রাজু (২২) আব্দুল্লাহ (২৯) আবুল হাসান (২০) সেলিম (৩২) কে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। সেখান থেকে আশংখ্যা জনক অবস্থায় ছাত্রলীগ সম্পাদককে গাজী মেডিকেল কলেজের নিবিড় পর্যবেক্ষণ কক্ষে (আইসিইউ) রেখে চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সোমবার ভোর ৬ টায় তার মৃত্যু হয়। কয়রা থানা কর্মকর্তা ইনচার্জ রবিউল হোসেন বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তুহিন ও মিলন সানা নামে দুই জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।