জয়পুরহাটের কালাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার দুপুরে কালাই বাসস্ট্যান্ড এরাকায় কালাই-বগুড়া মহাসড়কে এই ঘটনা ঘটে। নিহত আবুল কালাম আজাদ(৩৮) লালমনিহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী গ্রামের মৃত আবদুল কাদেরের ছেলে। তিনি একজন বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কাশিপুর-মোকামতলার আর এ- আর পটেটো কোল্ড ষ্টোরেজ (প্রাঃ) লিঃ-এর ম্যানেজার ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, আর এ- আর পটেটো কোল্ড ষ্টোরেজ (প্রাঃ) লিঃ-এর আলু সংগ্রহের জন্য কর্মস্থল থেকে বাইকে করে তিনি কালাই উপজেলার বালাইট ও শুড়াইলসহ বিভিন্ন আলু ব্যবসায়িকদের কাছে যাচ্ছিলেন। পথেয় কালাই বাসস্ট্যান্ড এরাকায় পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেলেই ট্রাকের চাকার নিচে পিষ্ট হন। এ সময় স্থানীয়রা তাকে দ্রুত কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আবুল কালাম আজাদ”কে মৃত ঘোষনা করেন।
এই দুর্ঘটনার বিষয় নিশ্চিত করে কালাই থানার কর্মকর্তা ইনচার্জ আবদুল লতিফ খান বলেন, ঐ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।