ভোটার হয়ে ভোট দেব,দেশ গড়ায় অংশ নেব” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় উৎসব মুখর পরিবেশে যথাযথ মর্যাদায় জাতীয় ভোটার দিবস- ২০২০ উদযাপন করেছে।
সোমবার সকাল ১০টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা নঈমুল হুদা সরকার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নগেন কুমার পাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোতাহারা পারভীন, উপজেলা নির্বাচন কমিশনা দলিল উদ্দীন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এমএ রশিদ ও হরিপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান আতাউর রহমান মংলা প্রমূখ।