'ভোটার হয়ে ভোট দেবো, দেশ গড়ায় অংশ নেব'-- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচীর মধ্য দিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
পরে উপজেলা পরিষদের কনফারেন্স হলে অনু্ষ্িঠত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন কর্মকর্তা তপন জ্যোতি অসীম এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব।
বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা প্রমুখ।
বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসিম কুমার কর, মুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন দেব, মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন ছমরু প্রমুখ।