ঝিনাইদহের মহেশপুরে জাতীয় ভোটার দিবস ২০২০ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলায় সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বেরা করা হয়। পরে উপজেলা পরিষদের সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নির্বাচন কমিশন ও মহেশপুর নির্বাচন অফিসের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল। মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সুজন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ময়েজ উদ্দিন হামিদ, পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তের কর্মকর্তারা। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন উপজেলা নির্বাচন অফিসার সৈয়দ আল ইমরান।