আশাশুনি উপজেলার কাদাকাটিতে স্কুলের বিল্ডিং নির্মান কাজ করে এক বছরেও মজুরীর টাকা পায়নি রাজমিস্ত্রীরা। বারবার তাগাদা দিয়েও বঞ্চিত মিস্ত্রী ও শ্রমিকরা হতাশ হয়ে পড়েছেন।
কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয়ে একতলা বির্ল্ডিং নির্মানের জন্য ২ লক্ষ ১ হাজার ৫০০ টাকা মজুরী চুক্তিতে কাদাকাটি গ্রামের মৃত তোফাজ্জেল হোসেন সানার পুত্র হেড মিস্ত্রী মোতাহার হোসেন আরও সহযোগিদের নিয়ে বির্ল্ডিং নির্মান কাজ শুরু করেন। স্কুল পরিচালনা কমিটি ও প্রধান শিক্ষকের সাথে তাদের চুক্তি হয়। ছাঁদ ঢালাই এর আগ পর্যন্ত কাজ শেষ হয়েছে এক বছর আগে। ঐ পর্যন্ত কাজে তাদের মজুরী দাড়ায় প্রায় ১ লক্ষ ৬১ হাজার ৫ শত টাকা। মজুরী বাবদ স্কুল কর্তৃপক্ষ মিস্ত্রীকে দিয়েছেন মাত্র ৬১ হাজার ৫ শত টাকা। বাকী থাকে এক লক্ষ টাকা। এ ছাড়া স্কুলের অন্যান্য কাজ বাবদ মজুরী পাওনা হয় ৫১ হাজার ৬ শত টাকা, শোধ করা হয়েছে ৩৭ হাজার ১ শত টাকা, বাকী থাকে ১৪ হাজার ৫ শত টাকা। সর্বমোট মিস্ত্রীদের পাওনা দাড়ায় ১ লক্ষ ১৪ হাজার ৫ শত টাকা। বকেয়া পাওনা টাকার জন্য মিস্ত্রীরা প্রধান শিক্ষক বদিউজ্জামান খাঁন, কমিটির সদস্য শিক্ষক অসীম কুমার. গোলাম রসুল ও ইউপি মেম্বার হরেকৃষ্ণ এর কাছে বারবার ধর্ণা দিয়ে চলেছেন। এসএমসি পুরাতন ও নতুন সভাপতির কাছে তারা গিয়েছেন। কিন্তু না কোন টাকা দেওয়া হয়নি। গায়ের ঘাম ঝরান শ্রম ব্যয় করে হাড়ভাঙ্গা খাটুনি খেটে মজুরীর টাকা না পেয়ে কাকুতি মিনতি করেও মিস্ত্রীরা তাদের পাওনা আদায় করতে পারছেননা। বাধ্য হয়ে তারা তাদের সংগঠন ইমারত নির্মাণ শ্রমিক সংঘের উপদেষ্টা সাজ্জাদুল হক টিটল এর মাধ্যমে কমিটি ও প্রধান শিক্ষকের কাছে যান এবং নোটিশ প্রদান করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। ফলে লক্ষাধিক টাকা পড়ে থাকায় মিস্ত্রী ও যোগাড়েরা অর্থের অভাবে চরম ভাবে বিপদাপন্ন হয়ে পড়েছেন। এ ব্যাপারে স্কুলের বর্তমান সভাপতি মানছুরুল হক রাজু সাংবাদিকদের জানান, কাজ করিয়েছে পুরনো কমিটি, ফান্ডে টাকা রেখে যায়নি। আমি টাকা দেব কি করে। প্রধান শিক্ষক বদিউজ্জামান খান বলেন, মিস্ত্রীরা টাকা পাবেন। বিষয়টি নিয়ে দ্রুত সময়ের মধ্যে বসে ফয়সালা করা হবে।