কুষ্টিয়ার দৌলতপুরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২।
আজ রোববার (০১ মার্চ) সন্ধ্যা ৭টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র্যাব-১২।
আটককৃতরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি এলাকার মৃত নিয়ামত আলীর ছেলে তরিকুল ইসলাম (৪৮) এবং মেহেরপুর জেলার গাংনী উপজেলার মোহাম্মদপুর এলাকার মৃত আবদুল কুদ্দুসের ছেলে ওয়াসিম আকরাম (৪৫)।
র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার স্বজল কুমার সরকার জানান গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি এলাকায় অভিযান চালায়। এ সময় তরিকুল ইসলাম ও ওয়াসিম আকরাম নামের দুজন ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ কেজি ৩শ গ্রাম মাদক (গাঁজা) উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতসহ আটককৃতদের বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র্যাব।