ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি ৩শ বছরের পুরোনো পরিত্যক্ত মঠ ভাংগার সময় একজন নির্মান শ্রমিক গুরুতর আহত হয়েছে। গতকাল রোববার (১ মার্চ) বায়েক ইউনিয়নের বায়েক গ্রামে এই ঘটনা ঘটে। আহত শ্রমিককে চিকিৎসার জন্য কুমিল্লা হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয়রা জানায়। অপরদিকে গত শুক্রবার পরিত্যক্ত মঠের ইট খসে পড়ে শোয়াইব আহমদ (৫) নামক এক শিশুও আহত হয়।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়; উপজেলার বায়েক গ্রামের মৃত শ্যাম মিয়া মোল্লার বাড়ি সীমানার ভিতরে এই মঠটি পরিত্যক্ত অবস্থায় ছিলো। প্রায়ই মঠের ইট,পলেস্তরা খসে পড়ে। গত শুক্রবার মঠের ইট খসে পড়ে মৃত শ্যাম মিয়ার নাতি শোয়াইব আহমদ আহত হয়। যে কোনো সময় ভেংগে হতাহত হওয়ার আশংকায় দালান ভাংগার শ্রমিক এনে ভাংগতে গেলে জীর্ণ মঠ থেকে আবারো কিছু ইট শুরকি খসে পড়ে একজন শ্রমিক গুরুতর আহত হলে তাকে চিকিৎসার জন্য দ্রুত কুমিল্লায় পাঠানো হয়। তবে আহত শ্রমিকের নাম জানা যায়নি। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম। এ সময় দালান ভাংগার শ্রমিকদের কাউকে পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম জানান; পরিত্যক্ত যে কোনো ধরনের উপাসনালয় ভাংতে হলে জেলা প্রশাসনের অনুমোদন নিতে হয়। তিনি পরিত্যক্ত মঠটি ভাংগার জন্য জেলা প্রশাসকের নিকট আবেদন করতে শ্যাম মিয়ার বাড়ির লোকজনকে পরামর্শ দেন। তদন্ত সাপেক্ষে ভাংগার মতো পরিবেশ হলে জেলা প্রশাসনের অনুমতিক্রমে ভাংতে হবে।
এ বিষয়ে কসবা থানা কর্মকর্তা ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন জানান; স্থানীয় হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতাদের সাথে কথা হয়েছে। পরিষদের নেতা দীলিপ রায় পরিত্যক্ত মঠ ভাংগার বিষয়ে আইনগত ব্যবস্থা না নেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।
বায়েক ইউপি চেয়ারম্যান আল মামুন ভুইয়া জানান; পরিত্যক্ত মঠ ভাংগায় কর্মরত শ্রমিক আমাদের এলাকার নয়। এই বাড়িটি পূর্বে হিন্দুদের ছিলো। বর্তমানে যারা বসবাস করে তারা মুসলমান। বসবাসকারীরা ক্রয়সুত্রে এই বাড়ির মালিক। মঠটি পরিত্যক্ত হওয়ায় জেলা প্রশাসকের নিকট দরখাস্ত দেয়ার জন্য বলা হয়েছে।