বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কসবা উজেলা কমান্ডারের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম চৌধুরী দুলাল (৭০) গতকাল রোববার (১ মার্চ) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নাল্লিাহি ---- রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যা ও অসংখ্য গুণগ্রাহি রেখেগেছেন। ব্রাহ্মণবাড়িয়া মুক্তমঞ্চে তার প্রথম জানাজা শেষে গতকাল বিকেলে নিজ গ্রাম তেতৈয়া কসবা সরকারী উচ্চবিদ্যালয় মাঠে তার রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা ও দাফন সম্পন্ন হয়। এ সময় উপজেলা নির্বহী কর্মকর্তা মাসুদ উল আলমসহ শিক্ষক, সাংবাদিক, রাজনীতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তার মুত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।