পুঠিয়ায় মৌসুমী ফল সংগ্রহ, সংরক্ষণ ও বাজারজাতকরণ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৪টায় পুঠিয়া উপজেলা পরিষদ সভা কক্ষে মত বিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে এবং পুঠিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সামসুন্নাহার ভূইয়া সঞ্চালনায় মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, বানেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গাজী সুলতান, বানেশ্বর বণিক সমিতির সভাপতি ওসমান আলী এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের আম চাষীগণেরা। মত বিনিময় সভায় আগামী আম মৌসুমে নিরাপদ আম সংগ্রহ, সংরক্ষণ ও বাজারজাতকরণের উপর আলোচনা হয়।