গত ২৯ ফেব্রুয়ারী শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার পাথর্শী ইউনিয়নের পশ্চিম মোজাআটা গ্রামে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ইসলামপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। এতে ফজল প্রধান, নজরুল, আব্দুস ছালাম, জাবেদ আলী, খালেদা, ছনোয়ার, মুনু মিয়া ও শাহাদতের একটি করে ঘর মোট ৮টি পুড়ে ছ্ইা হয় যায়। আগুনে ৮টি ঘর, নগদ টাকাসহ কয়েক লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
পাথর্শী ইউপি চেয়ারম্যান ইফতেখার আলম জানান, গোয়াল ঘরের কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে থাকতে পারে। ইউএনও মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ভিত্তিতে সহায়তার ব্যবস্থা করা হবে।