কচুয়ায় জাতীয় বীমা দিবস-২০২০উপলক্ষে এক আলোচনা সভা রোববার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যেগে উপজেলা মিলানয়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মারুফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফিরোজুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের আহ্বায়ক সেখ মনিরুজ্জামান ঝুমুর,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও গোপালপুর ইউপি চেয়ারম্যান এসএম আবু বক্কার সিদ্দিক, যুগ্ম সাধারন সম্পাদক সিকদার কামরুল হাসান কচি, রাড়িপাড়া ইউপি চেয়ারম্যান তাসলিমা খানম,বাধাল ইউপি চেয়ারম্যান মোঃ অহিদ নকীব,মঘিয়া ইউপি চেয়ারম্যান এ্যাড. পঙ্কজ কান্তি অধিকারী,ধোপাখালী ইউপি চেয়ারম্যান সেখ মকবুল হোসেনসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।