মণিরামপুরের কৃতি সন্তান এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিসিপ্লিনের শিক্ষার্থী রওজাতুন্নেছা কৃতিত্বপূর্ন ফলাফলের জন্য প্রধানমন্ত্রী’র হাত থেকে স্বর্ণপদক পেয়েছে। সে মণিরামপুর উপজেলার নাগোরঘোপ গ্রামের নজরুল ইসলামের মেয়ে। তার বাবা মুজগুন্নী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মা সালমা খাতুন নাগোরঘোপ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিকক্ষ।
বাবা নজরুল ইসলাম জানান, খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিসিপ্লিনের শিক্ষার্থী রওজাতুন্নেসা স্কুল অবআর্টস এন্ড হিউম্যানিটিস থেকে ব্যাচেলর অব আর্টস (অনার্স) ইন ইংলিশ পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনের স্বীকৃতি স্বরুপ প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৮ লাভ করেন। ২৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে তার এই স্বর্ণপদক প্রদান করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্বর্ণপদক প্রাপ্ত শিক্ষর্থী রওজাতুন্নেসার সাথে যোগাযোগ করা হলে সে জানায়, প্রধানমন্ত্রীর কাছ থেকে স্বর্ণপদক পেয়ে অনেক অনুপ্রেরণা ও খুশী হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী’র এ পদক আমাকে পড়ালেখার প্রতি আরও মনোবল বৃদ্ধি করে দিয়েছে। তাছাড়া আমি আমার সকল শিক্ষকদের প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৮-এর জন্য সারাদেশে ৩৬টি বিশ্ববিদ্যালয়ের ১’শ ৭২জন শিক্ষার্থীকে এ পুরস্কার দেওয়া হয়।