পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে রোববার বিনামুল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। পীঁচপীরের কৃত সন্তান ডাঃ আই. এ. খানের স্বরণে আন্ধেরী হিলফে বন জার্মানী এর অর্থায়নে দিনাজপুর গাওসুল আযম বি.এন.এস.বি আই হাসপাতালের সহযোগিতায় দিনব্যাপী বিনামুল্যে চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি। পীঁচপীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ খায়রুল ইসলাম খানের সার্বিক তত্বাবধানে ও সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর গাওসুল আযম বি.এন.এস.বি আই হাসপাতালের শিশু বিশেষঞ্জ ও সার্জন ডাঃ ইলিয়াস আলী খান এডিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গৌতম চন্দ্র বর্মন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক নজরুল ইসলাম খান বুলু, সহকারী প্রধান শিক্ষক সোহরাব আলী খান, মোঃ জুলফিকার খান, মোঃ ইউনুছ খান বাবু, আতিকুর রহমান খান মিঠুন প্রমুখ। দিনব্যাপী চক্ষু শিবিরে ডাঃ মোঃ সাদিকুর রহমান ও ডাঃ ফাহমিদা নাজমিন এর নেতৃত্বে ৭ সদস্যের মেডিকেল টিম প্রায় ৫০০ রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন এবং ৪০ জন রোগীকে সানী অপারেশনের জন্য নির্বাচিত করেন।