পঞ্চগড়ের বোদায় বিনামুল্যে চক্ষু সেবা কার্যক্রমের নবম পর্যায়ের সমাপনী অনুষ্ঠান রোববার ঝলইশালশিরি ইউনিয়ন ফেডারেশনের হলরুমে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ঝলইশালশিরি ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের আয়োজনে ঠাকুরগাঁও গ্রামীণ চক্ষু হাসপাতাল এতে সহায়তা প্রদান করেন। ঝলইশালশিরি ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান মোঃ ফাজেদ আলীর সভাপতিত্বে নবম পযার্য়ের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকেছোর রহমান জিল্লুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝলইশালশিরি ইউ’পি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, নতুনহাট সফিউদ্দীন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন। এ সময় ফেডারেশনের সদস্য, ইউ’পি সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন।