“বীমা দিবসে শপথ করি,নিরাপদ জীবন গড়ি” শ্লোগানকে সামনে রেখে ১ মার্চ পঞ্চগড়ের বোদায় ১ম জাতীয় বীমা দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোলায়মান আলীর সভাপতিত্বে র্যালীতে অংশগ্রহণ পূর্বক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুর, সন্ধানী লাইফ ইন্সুরেন্স এর সাবেক ডিভিশনাল কো-অডিনেটর সেলিম মতি প্রমুখ। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বীমা কোম্পানীর মাঠ পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৬০ খ্রি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর কর্মজীন শুরু করেন আলফা লাইফ ইন্সুরেন্স নামে একটি বীমা কোম্পানীতে। চলমান মুজিব বর্ষে বঙ্গবন্ধুর প্রথম কর্মজীবনের প্রতি শ্রদ্ধা রেখে ১ মার্চকে জাতীয় বীমা দিবস পালনের সরকারী সিদ্ধান্ত গৃহীত হয়।